সম্প্রতি, বিদেশ থেকে আসা পার্সেল খোলার সময় সবাইকে মাস্ক ও গ্লাভস পরার অনুরোধ জানিয়েছে চীন।
এ ধরনের পার্সেলের মাধ্যমে করোনার ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে তারা।
চীনে শনাক্ত প্রথম ওমিক্রন রোগী এভাবেই আক্রান্ত হয়েছিলেন বলে ইঙ্গিত দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার রাতে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি দেশটির জনগণকে বিদেশি পণ্য কেনা বা বিদেশ থেকে পার্সেল গ্রহণ কমিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
তারা জানিয়েছে, সামনা-সামনি পণ্য ডেলিভারি নেওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে ভুলবেন না। অবশ্যই মাস্ক ও গ্লাভস পরুন। চেষ্টা করুন প্যাকেজ ঘরের বাইরে খোলার।
চীনা কর্মকর্তারা বলেছেন, বেইজিংয়ে প্রথমবার যার শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল, ওই ব্যক্তি কানাডা থেকে যুক্তরাষ্ট্র ও হংকং হয়ে আসা একটি প্যাকেজ খুলেছিলেন।
ফলে সেখান থেকে ওমিক্রনে সংক্রমিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ ঘটনা ‘ব্যক্তিগত সুরক্ষা’র গুরুত্ব তুলে ধরছে বলে উল্লেখ করে সিসিটিভি।