ঢাকা বিমান বন্দর, শাহজালালে ৩ দিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে, বলে বিমান বন্দরের কর্তৃপক্ষ জানান।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্বাহী পরিচালক, নিশ্চিত করেছেন যে বিমান বন্দরের রানওয়ের রক্ষণাবেক্ষণসহ বেশ কয়েকটি কাজের কারণে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, মানে ৫ মে থেকে ৭ মে পর্যন্ত, ৩দিন ৩ ঘণ্টা করে শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।
কামরুল ইসলাম বলেন, “তিন দিন মধ্যরাতে ৩ ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই সময়টাতে রানওয়ের মার্কিং করা, বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণের কিছু কাজ করা হবে।”
বিমানবন্দর সূত্র জানায়, এই তিন ঘণ্টায় বিমানবন্দরে নিয়মিতভাবে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট থাকে। তাদের এই ৩ দিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel