in

১৫০ আসনের উড়োজাহাজে ৮২৩ যাত্রী পরিবহনের ইতিহাস গড়ল মার্কিন বিমান

সামাজিক যোগযোগমাধ্যমে মার্কিন একটি সামরিক বিমানে কাবুল থেকে গাদাগাদি করে যাত্রী পরিবহনের দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে।এক লাখ একাত্তর হাজার পাউন্ড মালামাল বহন করতে সক্ষম সি-১৭ মডেলের ওই সামরিক বিমানটি।
কিন্তু এর অভ্যন্তরীণ কাঠামো ১৫০ জনেরও কম সৈন্য বহন করার উপযোগী।

গত রোববার আফগান রাজধানী কাবুল দখলের পর দেশটি ছাড়তে মরিয়া হয়ে ওঠেন মার্কিনি এবং তাদের সহযোগী আফগান নাগরিকরা।

সেদিন ওই মার্কিন সামরিক বিমান প্রাণভয়ে আফগান ত্যাগ করতে গিয়ে ধারণ ক্ষমতার পাঁচগুণেরও বেশি যাত্রী বহন করে ।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গ্লোবমাস্ট্রার-৩ নামে সামরিক বাহিনীর বাহিনীর একটি সি-১৭ বিমানে করে সেদিন রেকর্ড সংখ্যক ৮২৩ জন যাত্রীকে কাবুল থেকে নিয়ে আসা হয়েছে।

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

biman

এখনই চালু হচ্ছে না বাংলাদেশ-ভারত ফ্লাইট

১৮ বছর বয়সি শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু