শনিবার, ১৬ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভিডিও বার্তায় ঢাকা-চেন্নাই রুটে বিমান ফ্লাইটের উদ্বোধন করেন।
প্রতি সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবারঢাকা থেকে এই রুটে ফ্লাইট দুপুর ১২টা ৫০ মিনেটে যাত্রা শুরু করে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। একই দিন বিকেল ৩টা ২০ মিনিটে ফ্লাইটটি চেন্নাই পৌঁছাবে। রিটার্ন ফ্লাইটটি চেন্নাই থেকে আবারও বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা পৌঁছাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রনব ভার্মা ও বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন ও সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম বলেন, আমরা আপাতত সপ্তাহে তিনটি ফ্লাইট দিচ্ছি। আমরা চাইবো অন্য এয়ারলাইনসগুলোর চাইতে আমাদের সেবা যাতে ভালো হয়। সেটাই আমাদের লক্ষ্য থাকবে।
যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনতে পারবেন।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel