১ই সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ ঢাকা – নারিতা (জাপান) রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে।
এয়ারলাইনের তথ্য অনুযায়ী, ওয়ান-ওয়ে টিকেট এর ক্ষেত্রে নারিতা – ঢাকা রুটের সরাসরি ফ্লাইট এর দাম শুরু হতে পারে ৭০,৮২৮৳ ( ৩৩,৮০০ জাপানিজ ইয়েন) থেকে।
আর রাউন্ড টিকেটের জন্য সর্বনিন্ম দাম ১,১১,৬৫৬৳ থেকে শুরু হতে পারে।
বিমানের এই ফ্লাইটটি ঢাকা থেকে নারিতার উদ্দেশ্যে সপ্তাহে ৩ দিন (শুক্র, সোম ও বুধবার) রাত ১১ঃ৪৫(লোকাল টাইম) এ এবং নারিতা থেকে ঢাকায় সপ্তাহে ৩ দিন (শনি, মঙ্গল ও বৃহঃ) অপারেট করবে।
বিমানের এই রুটের প্রথম ফ্লাইটটি ( বিজি ৩৭৬) ১ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দর থেকে রাত ১১ঃ৪৫ (লোকাল টাইম) এ ছেড়ে যাবে আর নারিতা পৌছাবে সকাল ৯ঃ১৫ (লোকাল টাইম) এ পৌছাবে।
অপরদিকে বিজি ৩৭৭ এর প্রথম ফ্লাইটটি নারিতা থেকে ২য় সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১ঃ০০ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নারিতার ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে অপারেট করা হবে।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel