in

এয়ার এ্যাস্ট্রার সৈয়দপুর ফ্লাইট ১৪ মে থেকে

সৈয়দপুর ফ্লাইট

দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স, এয়ার এ্যাস্ট্রা ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে আগামী ১৪ মে থেকে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করতে চলেছে।

ঢাকা – সৈয়দপুর ফ্লাইট -এর ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩৪৯০ টাকা।

চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের গন্তব্য সৈয়দপুর এয়ার এ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম ও কক্সবাজার থেকে এবং গত ২৩ ফেব্রুয়ারি থেকে সিলেটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার এ্যাস্ট্রা। এয়ার এ্যাস্ট্রা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করেছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০ ও রাত ৮টা এবং সৈয়দপুর থেকে যথাক্রমে দুপুর ৩টা ৪০ ও রাত ৯টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা।

এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, সৈয়দপুর অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। সৈয়দপুরে আপাতত প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা শুরু করলেও খুব দ্রুত এই রুটে আরও ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। বর্তমানে বিমান সংস্থাটির বহরে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিমানবন্দর সড়ক

শুক্রবার রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

Asia’s Cultural Festivals

Asia’s Most Bewitching Cultural Festivals You Can’t-Miss