in

চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন: ভাড়া ২.১৫ টাকা

চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন: ভাড়া ২.১৫ টাকা

আগামী ২৬ ডিসেম্বর চালু হতে যাচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’ নামের বাস রুট। রাজধানীর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল-কাঁচপুর হয়ে চিটাগাং রোড পর্যন্ত চলবে এই রুটের বাস।

প্রায় ২১ কিলোমিটারের এই রুটে বাসভাড়া হবে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা শেষে সাংবাদিকদের একথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি জানান, এরই মধ্যে এই রুটে যাত্রী ছাউনি এবং বাসবে’র  ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বিআরটিসির ৩০টি ও ট্রান্স সিলভার ২০টি বাস নিয়ে মোট ১০০টি বাস দিয়ে পরিচালিত হবে এই কার্যক্রম।

মেয়র জানান, প্রাথমিকভাবে উদ্বোধনী দিনে ৫০টি বাস দিয়ে কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ৬০ কর্মদিবসের মধ্যে বাকি বাসগুলোও যুক্ত হবে।

সভায় কমিটির সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রথম দিন থেকেই এ রুটের বাসগুলোতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হবে। প্রতিটি বাসের ড্রাইভার-স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে। সেই সঙ্গে তাদের আইডি কার্ড গলায় ঝোলানো অবস্থায় থাকবে।

এ সভায় ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রসহ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিমান বাংলাদেশ ফ্লাইটে হাতাহাতি, লন্ডনে ৭ যাত্রী আটক

অচিরেই শুরু হতে পারে ঢাকা-টরেন্টো ফ্লাইট

৬ জানুয়ারি থেকে চালু হচ্ছে থাই এয়ারওয়েজের ফ্লাইট

৬ জানুয়ারি থেকে চালু হচ্ছে থাই এয়ারওয়েজের ফ্লাইট