in , , ,

ঢাকা-টরন্টো রুটে বিমানের ফ্লাইট শুরু হয়েছে

ঢাকা-টরন্টো ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো রুটে বহু প্রতীক্ষিত এবং বহুল প্রত্যাশিত ফ্লাইট প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের ৩ মাস পর গতকাল, ২৭শে জুন, ২০২২ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

রোববার বিমান বাংলাদেশের পরিচালন অধিকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল এ তথ্য জানান।

ড. আবু সালেহ ২৬ জুন রবিবারে বলেন, ‘টিকিটের হার চূড়ান্ত সাপেক্ষে আগ্রহী ভ্রমণকারীরা টিকেট সংগ্রহ করতে পারবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আজ বিকেল থেকেই বিমানের ওয়েবসাইট ব্যবহার করে এ টিকেট কাটতে পারবেন।’

বিমান বাংলাদেশের পরিচালন অধিকর্তা আরও যোগ করেন, ‘টরন্টো ছাড়া বিশ্বের যে কোনো দেশের ট্রাভেল এজেন্টরাও আজ থেকে টিকেট বুক করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় কিছু কাজ শেষে কানাডার এজেন্টরাও আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বিমানের ওয়েবসাইট ব্যবহার করে টিকিট কাটতে পারবেন। এর আগে বিমান কর্তৃপক্ষ ২৮ জুন থেকে টরন্টো ফ্লাইট চালু হবে বলে ঘোষণা দিয়েছিল।’

ঢাকা-টরন্টো রুটে বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইট (বিজি ৩০৫) ওইদিন ভোর ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর পথে যাত্রা করবে, বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

বিমানের একটি সূত্র থেকে জানা গেছে যে ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দর, ঢাকা, বাংলাদেশ, থেকে উড্ডয়নের ৮ ঘন্টা ৩০ মিনিট পরে ইস্তাম্বুল, তুর্কিয়ে প্রজাতন্ত্রে থামবে। সেখানে প্রায় ১ ঘন্টা বিরতি নেওয়ার পর ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে আবার টেক অফ করবে এবং ১০ ঘন্টা ৫৫ মিনিটের যাত্রা শুরু করবে টরন্টোর দিকে। ফিরতি ফ্লাইটটি একই দিনে বিকেলে টরন্টো থেকে উড়বে ঢাকার উদ্দেশে। স্টপওভারের সময় ছাড়াই ফ্লাইটটি যাত্রা করবে টানা ১৬ ঘন্টার জন্য।

ঢাকা-টরন্টো রুটে বিমানের ফ্লাইটগুলো এখন থেকে প্রতি সপ্তাহে দুইবার, রবিবার ও বুধবার চলবে।

Written by Nadia Farha Mubin

Content Writer and Travel Enthusiast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Gorgeous Canal Cities that are Worth Every Penny

10 Gorgeous Canal Cities that are Worth Every Penny

শাহজালাল বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, ডানা ক্ষতিগ্রস্ত

শাহজালাল বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ