in ,

বন্ধ হয়ে গেল বিমানের অনলাইন মার্কেটিং, দুর্ভোগে যাত্রীরা

biman bangla

দুই বছর ধরে রহস্যজনক কারণে অনলাইন ওয়েব সার্ভারের বিল পরিশোধ না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভার বন্ধ করে দিয়েছে অ্যামাজন ওয়েব কর্তৃপক্ষ। এতে বিমানের যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। সংশ্লিষ্টরা মার্কেটিং বিভাগকে বারবার বিল পরিশোধ করতে চিঠি দিয়েও কোন সাড়া পায় নি।

এর আগে ১০ আগস্টের মধ্যে বিল পরিশোধ না করলে সার্ভার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় অ্যামাজন ওয়েব কর্তৃপক্ষ।
বিমানের আইটি বিশেষজ্ঞরা বলছেন, বিমানের সব ধরনের অনলাইন টিকিট বিক্রির কার্যক্রম সার্ভার বন্ধ থাকলে একযোগে অচল হয়ে পড়বে। এরফলে বিশ্বজুড়ে বড় ধরনের বিপাকে পড়বে বিমান। সাথে বছরে কমপক্ষে ১২৫ কোটি টাকার অনলাইন টিকিট বিক্রির কার্যক্রম হুমকির মুখে পড়বে।

১০ আগস্টের মধ্যে বিল পরিশোধ না করলে সার্ভার বন্ধ করে দেওয়ার ঘোষণা প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল সোমবার একটি দৈনিক পত্রিকাকে বলেছিলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন।
এ নিয়ে বিমানের আইন বিভাগ কাজ করছে। লিগ্যাল ওপেনিয়ন পেলে ম্যানেজমেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
সার্ভার বন্ধ হয়ে গেলে বিমানের ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তাৎক্ষণিক কোনো কারণে যদি সাময়িক কিছু ক্ষতি হয় সেটা অস্বীকার করার উপায় নেই।তবে সুদূরপ্রসারী ফল আলাদা ক্যালকুলেশন বয়ে আনবে।’

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সূচি

অনলাইনে টিকিট বিক্রি বন্ধ, যে সমাধান দিল বিমান