in

১৮ বছর বয়সি শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু

শুরু হয়েছে ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন। সুরক্ষা অ্যাপেও শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধনের জন্য নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। তাই শিক্ষার্থীদের টিকার আওতায় আনা জরুরি। এ লক্ষ্যেই সুরক্ষায় নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে তাদের।

২৩ জুলাই করোনা প্রতিরোধে টিকার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

এর আগে ১৪ জুলাই করোনার টিকার আওতায় দ্রুত আরও বেশি মানুষকে আনার উদ্দেশ্যে টিকাগ্রহীতার বয়সসীমা ১৮তে নামিয়ে আনার তাগিদ দিয়েছিল সরকারের কোভিড বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

আজ থেকে ১৮ বছর বয়সীদের টিকা নিবন্ধন শুরু হলো।

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১৫০ আসনের উড়োজাহাজে ৮২৩ যাত্রী পরিবহনের ইতিহাস গড়ল মার্কিন বিমান

কাবুল থেকে ইউক্রেনের বিমান ছিনতাই খবরে দেশে ফেরা হলোনা ৯ বাংলাদেশির