in

বাংলাদেশিদের জন্য ইতালি যাওয়ার সুবর্ণ সুযোগ

ইতালি

বাংলাদেশ, ভারত, শ্রীলংকাসহ ৩৩টি দেশ থেকে ৮২ হাজাররেও বেশী কর্মী নেওয়ার গেজেট প্রকাশ করেছে ইতালি সরকার। আগামী ২৭ মার্চ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসার আবেদন গ্রহণ চলবে।

২৮ জানুয়ারি (শনিবার) ইউরোপিয়ান সংবাদমাধ্যম দ্য লোকাল তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

জানা যায়, কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে ৪৪ হাজার এবং স্থায়ী স্পন্সর ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়া হবে। এ ছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আর্টিস্ট, ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিরাও ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন।

প্রকাশিত গেজেট অনুযায়ী, যেসব দেশ থেকে কর্মী নেওয়া হবে তার তালিকায় আরও রয়েছে- আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভেদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, গুয়েতেমালা, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, রিপাবলিক অব নর্থ মেসেডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেন।

এর আগে, ২০০১ সালে ৩০ হাজার লোককে ওয়ার্ক পারমিট দেয় ইতালি সরকার এরপর ২০২২ সালে এই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ৭০০ জন। এবার ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭০৫ জন।

 

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Winter in Dubai

Best Things to do During Winter in Dubai

Bali Hotels and Resorts

Choose the Best Bali Hotels and Resorts for Different Budgets