in ,

বাংলাদেশ ও ব্রুনাই -এর মধ্যে সরাসরি চালু করবে বিমান

বাংলাদেশ ও ব্রুনাই

বাংলাদেশ ও ব্রুনাই -এর মধ্যে সরাসরি বিমান চলাচলের দুয়ার খুলতে যাচ্ছে। এজন্য ইতোমধ্যে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গত ১০ অক্টোবর, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ এবং ব্রুনাই -এর মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে তার খসড়া অনুমোদন দেওয়া হয়।এ বৈঠক হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ এসকল তথ্য জানান। তিনি বলেন, ইস্যুটি হচ্ছে বাংলাদেশ এবং ব্রুনাই – এর মধ্যে সরাসরি এয়ারলাইন্স যোগাযোগের। এবং এটাতে কেবিনেট সম্মতি দিয়েছে।

তিনি আরও বলেন, এই চুক্তি হয়ে গেলে বাংলাদেশ বিমান অথবা অন্য যে কোনো এয়ারলাইন্সকে যদি নিযুক্ত করে দেয়া হয়, অথবা ব্রুনাই – এর যে কোনো এয়ারলাইন্সকে যদি নির্ধারণ করে দেয়, তাহলে  বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করতে পারবে।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিদ্যুৎচালিত বিমান

আকাশে প্রথমবারের মতো উড়লো বিদ্যুৎচালিত বিমান

Dubai a Top TikTok Travel Destination

Why is Dubai a Top TikTok Travel Destination?