in ,

বিমানের টিকিটের দাম কমার কোনো লক্ষণ নেই

বিমানের টিকিটের দাম কমার কোনো লক্ষণ নেই

এই গত সপ্তাহে বিমানের টিকিটের দাম বাড়ার মূল কারনের মধ্যে একটি হল জেট ফুয়েলের দাম বাড়া।

গত ১৮ মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে ১২২%

এমনকি ২ বছর আগেও, বিশ্বে মহামারী শুরু হওয়ার আগে জেট ফুয়েলের দাম ছিল ৪৬ টাকা এবং এখন তা দাঁড়িয়েছে ১০৬ টাকা মূল্যে।

এর ফলে বিমান ভাড়া যেই রুটে আগে ছিল ৩,০০০ টাকা, তা বর্তমানে দ্বিগুণ হয়ে ৬,০০০ টাকা হয়ে গেছে।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য পুনরায় পরীক্ষা করে দেখা গিয়েছে যে জেট ফুয়েলের আন্তর্জাতিক মূল্য বেড়ে এখন প্রতি লিটার ১ দশমিক শূন্য ৪ ডলার।

তবে আন্তর্জাতিক বাজারের হিসাবে জেট ফুয়েলের দাম এখন ১২৫-১২৬ টাকা প্রতি লিটার। অতএব বলা যায়, সরকারের সহায়তায় ১০৬ টাকা প্রতি লিটার ভর্তুকি দরে ফুয়েল বিক্রি করছে।

সুতরাং, বলা যায়, যতদিন আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম না কমবে, বিমানের ফুয়েলের দাম কমানোর আর কোনো উপায় নেই। ফলে বিমান টিকিটের দাম ও কমতে পারবে না।

বাংলাদেশে জেট ফুয়েলের চাহিদা ২০২১ সালে ছিল ৩ লাখ ১৯ হাজার ৭০৮ মেট্রিক টন এবং এর পুরোটাই বাইরে থেকে আমদানি করার উপর নির্ভরশীল ছিল।

Written by Nadia Farha Mubin

Content Writer and Travel Enthusiast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Planning a Honeymoon? Consider these Mountainous Destinations

Planning a Honeymoon? Consider these Mountainous Destinations

ঢাকা থেকে ভুটানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হতে যাচ্ছে

ঢাকা থেকে ভুটানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হতে যাচ্ছে