in

টিকেট কেটে করোনার কারনে যেতে না পারা যাত্রীদের জন্য বিমানের বিশেষ সুযোগ

টিকেট কেটে করোনার কারনে যেতে না পারা যাত্রীদের জন্য বিমানের বিশেষ সুযোগ

যারা ইতোমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট কেটেছিলেন কিন্তু কোভিড-১৯ এর কারণে ভ্রমণ করতে পারেননি তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন একটি অনলাইন বার্তায় জানিয়েছেন, যে সকল যাত্রীরা কোভিড-১৯ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটেও ভ্রমণ করতে পারেনি তারা অব্যবহৃত টিকেট আগামী ১৪ মার্চ ২০২১ সাল পর্যন্ত কোন প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন অথবা এর মধ্যে মূল্য ফেরত নিতে পারবেন।

করোনাভাইরাস মহামারীর কারণে জানুয়ারি থেকে যাত্রী কমতে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। ফেব্রুয়ারি থেকে পরবর্তীতে ফ্লাইট সংখ্যাও কমে যায় সংস্থাটির। এর পর মার্চ মাসে আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করে দিতে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর আর আকাশে ডানা মেলেনি বিমান। গত এপ্রিল থেকে বেশ কিছু বিশেষ ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ বিমান সংস্থাটি।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sea beaches and islands of india

Sea Beaches and Islands Of India

Nepal - The Daughter of the Himalayas

Nepal – The Daughter of the Himalayas