in , , ,

থাই এয়ারওয়েজ ঢাকা ও ব্যাংকক এর ফ্লাইটের সময় এগিয়েছে

থাই এয়ারওয়েজ ঢাকা ও ব্যাংকক এর ফ্লাইটের সময় এগিয়েছে

থাই এয়ারওয়েজ ঢাকা ও ব্যাংকক এর মাঝের কিছু নিয়মিত ফ্লাইটের সময়সূচি সামান্য পরিবর্তন করেছেন। এয়ারলাইন্সটি ঢাকা থেকে ব্যাংকক ও ব্যাংকক থেকে ঢাকা রুটের ফ্লাইটগুলি একঘণ্টা এগিয়েছে।

এয়ারলাইন্সটি বর্তমানে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে। এর মধ্যে তারা সপ্তাহে ৩টি ফ্লাইটের সময় পরিবর্তন করেছে।

থাই এয়ারওয়েজ জানায়, থাই এয়ারওয়েজের ঢাকা থেকে ব্যাংকক রুটের সপ্তাহে সোমবার, বুধবার এবং শুক্রবারের ফ্লাইটগুলো (টিজি-৩২২) আগে দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা থেকে রওনা হতো। এই সময় একঘণ্টা এগিয়ে ১২টা ৪০ মিনিট করা হয়েছে।

এবং ব্যাংকক থেকে ঢাকা রুটের সেই ৩ দিনের ফ্লাইট (টিজি-৩২১) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ব্যাংকক থেকে রওনা হতো। কিন্তু এখন ফ্লাইটটির উড্ডয়ন করার সময় একঘণ্টা আগে এগিয়ে সকাল ৮টা ৫৫ মিনিট হয়েছে।

এয়ারলাইন্সটি জানায়, এই সময়সূচি শুধু চলতি বছরের মার্চ মাসের জন্য প্রযোজ্য। এরপর ফ্লাইটটি এপ্রিল মাস থেকে আগের সূচিতেই চলাচল করবে।

থাই এয়ারওয়েজ বর্তমানে ঢাকা ও ব্যাংকক এর মাঝের রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। তারা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করছে ফ্লাইটগুলি পরিচালনা করার জন্য।

আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel

Written by Nadia Farha Mubin

Content Writer and Travel Enthusiast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ই-পাসপোর্টে ৩টি পরিবর্তন এসেছে

ই-পাসপোর্টে ৩টি পরিবর্তন এসেছে

ডিসকাউন্টে প্লেনের টিকিট বিক্রির নামে প্রতারণা

ডিসকাউন্টে বিমানের টিকিট বিক্রির নামে প্রতারণা